English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: অন্যান্য ভাস্কর্যের সুরক্ষায় নিরাপত্তা জোরদার

- Advertisements -

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ছিল ভাস্কর্যটি। ভাঙচুরের ফলে ভাস্কর্যটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর জেলার অন্যান্য ভাস্কর্যের সুরক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত। তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে রাত দুইটার দিকে দুজন ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা যায়, গত মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ রাস্তার মোড়ে অনেক আগে তৈরি করা শাপলার ভাস্কর্য ভেঙে তিন প্রধান সড়কের দিকে মুখ করে এ তিনটি ভাস্কর্য করা হচ্ছে। নিচের দিকে থাকবে জাতীয় চার নেতার মুর‌্যাল।
কুষ্টিয়া পৌরসেভার আহ্বান করা দরপত্রে এ ভাস্কর্য নির্মাণের কার্যাদেশ পান যশোরের ভাস্কর মাহবুব জামাল শামীম। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। গত ১৭ নভেম্বর থেকে এটির নির্মাণ কাজ শুরু হয়েছে। মজমপুরের দিকে মুখ করে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার একটি ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে ছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে কে বা কারা ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙে ফেলে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে যারা আওয়ামী লীগের বিরোধী, বঙ্গবন্ধুকে যারা মানতে পারে না; তারাই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।’
পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যটি ভাঙচুরের ফলে জেলার সবগুলো ভাস্কর্যে অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘কালেক্টরেট চত্বরসহ জেলায় যতগুলো ভাস্কর্য আছে সবগুলো সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন