কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে অভিযুক্তের নাম হাজেরা বেগম।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ জানান, সোহেলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলছিল। এর জেরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় সোহেল মিয়ার বিশেষ অঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উত্তেজিত জনতা হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।