কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী এএফএম তারেক মুন্সী এবং তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ধামতী গ্রামের আজিম উদ্দিন পীর সাহেবের দরবার শরীফে এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত ধামতী গ্রামের তাজুল ইসলাম চৌধুরীর ছেলে মহসীন চৌধুরী ও নবিয়াবাদ গ্রামের শোভা মিয়ার ছেলে রাকিব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতা এএফএম তারেক মুন্সী বলেন, আসরের নামাজের পর ধামতী গ্রামের আজিম উদ্দিন পীর সাহেবের মাজার জিয়ারত করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত ২৫-৩০ জন ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আমার সমর্থকদের পিটিয়ে ১০-১২ জনকে আহত করে। এসময় তারা তিন রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে।
অপরদিকে, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, শুনেছি বিএনপির প্রার্থীসহ তার দলবল নিয়ে ধামতী গ্রামে সভা করার সময় উসকানিমূলক বক্তব্য দিচ্ছিল। এসময় আমার সমর্থকরা প্রতিবাদ করলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন কর্মীকে আহত করে। ২-৩টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাব।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, শুনেছি ধামতী এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পূর্ব ঘোষিত গণসংযোগ করার কথা ছিল। সেখানে বিএনপির প্রার্থী তার লোকজন নিয়ে গণসংযোগ করতে গেলে সংঘর্ষ বাধে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।