কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌসভার জলিল বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় একটি অটোরিকশা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কিন্তু এসময় মাদক পরিবহণকারী পালিয়ে যায়।
অপরদিকে, রৌমারী থানা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। এসময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি আঃ সালাম (৪০) ও ডিগ্রিরচর এলাকার হজরত আলী (৪২)এ দুজনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এরপর তাদের বিকেলে থানায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।