কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী সাবিনা আক্তারের (২১) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডের কমরভোগ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, এ সময় মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সাবিনার বাবা ফুল মিয়া জানান, তার চার মেয়ের মধ্যে সাবিনা সবার ছোট। অন্য মেয়েদের একটু দূরে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে সাবিনাকে তার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সাথে তিন বছর আগে বিয়ে দেন। বড় ভাই ও তার ঘর একই আঙ্গিনায়। সাবিনাকে কে বা কারা হত্যা করেছে তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সাবিনা আক্তারের মা মদিনা বেগম বলেন, বিয়ের পর তার স্বামী বিদেশ চলে যায়। তবে কে বা কারা কীভাবে দরজা খুলেছে, তা বুঝে উঠতে পারছি না।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, সাবিনার মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদ্ঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। সাবিনা নিজেই দরজা খুলেছিলেন, না কি অন্যকেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।