পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রি (২২) ও শাকিল (২৫)। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সে। গত ২৩শে ফেব্রুয়ারি সকালে মাদ্রাসা সড়ক এলাকার বাসিন্দা ওই শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে করোনার টিকা নিতে আসেন। এসময় পরিচয় হয় মাসুমের সঙ্গে।
এতে শিক্ষার্থী কিছুটা অসুস্থ বোধ করলে তারা তাকে কলাপাড়া হাসাপাতালের ২০৬ নম্বর কক্ষে ভর্তি করেন। গভীর রাতেও তাকে হাসপাতালের বেডে বসেই ফের মাসুম ধর্ষণ করে হাসপাতালে রেখে চলে যায়। পরের দিন পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি পর কলাপাড়া হাসাতালের সামনে পান। বিষয়টি কাউকে না বলার জন্য মাসুম ভয়ভীতি দেখায়। ফলে সে তার পরিবার বা অন্য কাউকে কিছুই জানায়নি। এ ঘটনার দু’দিন পর ফের ১১ মার্চ দুপুরে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিবাহের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়।
এসময় মাসুম তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ রাতেই পৌর শহরের রহমতপুর এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।