কলম চুরির অপবাদ দিয়ে ৪৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় তদন্ত কমিটি করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক। তিন সদস্যের এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক মো. অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদ দিয়ে ৪৫ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানের (৫০) বিরুদ্ধে।
এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে স্থানীয় লোকজন। পরে আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটিতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, ঘটনার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ছিল একটি প্রাথমিক প্রক্রিয়া। তদন্ত কমিটিকে তদন্তের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।