মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিবলু ভুঁইয়া (৩২) ও তার মা আনোয়ারা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উজালা আক্তার (২৮) একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। গ্রেপ্তার শিবলু হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, শিবলু তার স্ত্রী উজালাকে অনেক দিন ধরে পোশাক কারখানায় চাকরি করতে নিষেধ করছিলেন। কিন্তু মানছিলেন না স্ত্রী। এ নিয়ে গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিবলু লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান উজালা। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত উজালার ১০ বছর বয়সী একটি ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় স্বামী শিবলু ও তার মা আনোয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর স্বামী শিবলু স্ত্রীকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।