English

26 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

কখনো উপ-সচিব, কখনো ২৫তম বিসিএসের পুলিশ অফিসার তিনি!

- Advertisements -

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক (৪৩)। তিনি নিজেকে কখনো পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, কখনো ২৫তম বিসিএসের পুলিশ অফিসার। এই পরিচয়ে নিজের একাধিক ভিজিটিং কার্ড বানিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন মোজাম্মেল।

তিনি সবশেষ প্রতারণা করেন নগরের কোতোয়ালি থানার বাসিন্দা বিধবা মর্জিনা আক্তারের সঙ্গে। তার ছেলেকে মুসলিম হাইস্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। তবে এবার মোজাম্মেলের আর রেহাই মেলেনি, ধরা পড়েছেন কোতোয়ালি থানা পুলিশের হাতে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মর্জিনা আক্তারের করা একটি প্রতারণা মামলায় তাকে নগরের সদরঘাট কামাল গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, করোনা আক্রান্ত হয়ে তিন সন্তানের জননী মর্জিনা আক্তারের স্বামী গত আট মাস আগে মারা যান। তার স্বামীর বন্ধু পরিচয় দিয়ে ফোন করেন মোজাম্মেল নামে এক ব্যক্তি এবং নিজেকে ২৫তম বিসিএস ক্যাডার (পুলিশ) বলে জানান। এরপর মর্জিনার ছেলেকে মুসলিম হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে, জেলা প্রশাসকের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তাকে একটি সুপারিশপত্রও দেন। বছরের শুরুতে (২২ জানুয়ারি) দেয়া ওই সুপারিশপত্রের বিনিময়ে মোজাম্মেল হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। সুপারিশটি নিয়ে মর্জিনা যখন মুসলিম হাই স্কুলে যান, তখনই বাধে বিপত্তি।

স্কুলের প্রধান শিক্ষক জানান, এ ধরনের কোনো চিঠি জেলা প্রশাসক থেকে তিনি পাননি। এরপর মোজাম্মেলকে একাধিকবার ফোন করেও আর সংযোগ পাননি মর্জিনা। এ ঘটনায় করা মামলায় প্রায় এক মাস চেষ্টার পর মোজাম্মেলকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও বিসিএস ক্যাডার (পুলিশ) অফিসার পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশকিছু ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে প্রতারণা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন