কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তলসহ একজন অস্ত্র ব্যবসায়ী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার বিকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ৭১ কিলোমিটার লেখা স্থানে অস্ত্রধারী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ আয়াস (১৯)। সে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এক নম্বর ব্লকের নুরালী পাড়ার মৃত হোসেন মোহাম্মদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, ওই স্থানে অস্ত্র বেচা কেনার খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে উক্ত রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করতে সমর্থ হন।
এ সময় তার প্যান্টে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলে ইংরেজিতে লেখা রয়েছে ‘৭.৬৫ অটো পিস্তল, অনলি ফল পাবলিক সাপ্লাই ও মেড ইন ইতালী।’ র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা যুবক আয়াস সীমান্ত এলাকায় অস্ত্র কারবার করে আসার কথা অকপটে স্বীকার করেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন