কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ উসমান সিকদার (৩৮) এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাবরাং এলাকায় এ ঘটনা ঘটৈ।
নিহত উসমান সিকদার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য উসমানের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা করা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পূর্ববিরোধের জেরে ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতরা গুলি করে উসমানকে হত্যা করেছে তারা অভিযোগ করেছেন।