English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

- Advertisements -

কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে ওই ইউনিয়নের ঘোনারপাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চিত্রশিল্পী সরোয়ার ওই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে।

ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, ‘রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। তার কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। পরে নিহতের চাচাত শালা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এরমধ্যে তার শালা বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেয়। দুর্বৃত্তরা ৪-৫ জন ছিল। অন্ধকারাচ্ছন্ন থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘সরওয়ারের মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

এ ঘটনায় কে বা কারা জড়িত, কী কারণে ঘটেছে তা জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন