কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় একটি মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে রয়েছেন কুতুপালং জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। তিনি ছুরিকাঘাতে নিহত হন বলে জানা গেছে। নিহত অন্য দুজনের মধ্যে একজনের নাম হাসান, অন্যজনের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।