English

24 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

আয়ার সঙ্গে অনৈতিক কাজ, মাদরাসাশিক্ষককে গণধোলাই

- Advertisements -

সিরাজগঞ্জে একটি মাদরাসার শিক্ষক ও আয়াকে অন্তরঙ্গ অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম জাহিদুল ইসলাম। তিনি মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক জাহিদুল ইসলামের সঙ্গে একই প্রতিষ্ঠানের আয়ার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। আজ আয়ার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম ওই বাসায় প্রবেশ করেন। এরপর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে শিক্ষককে গণধোলাই দেন।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল বলেন, আপত্তিকর অবস্থায় পেয়ে ওই শিক্ষককে স্থানীয়রা গণধোলাই দিয়েছেন বলে জেনেছি।

মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সুপার আবু সাঈদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষক হিসেবে এমন ঘটনা ন্যক্কারজনক।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মাদরাসাশিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন