English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

আদালত থেকে হাতকড়া ভেঙে পালানো ১৪ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisements -

অবশেষে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৬ অক্টোবর রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেওয়া হয় ডাকাতি মামলার আসামি গোপালগঞ্জের মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের ফজল শেখের ছেলে আজিজুলকে (৩৮)। ভ্যান থেকে নামিয়ে কোর্টে নেওয়ার সময় হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায় সে। ওই দিন কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, আসামি আজিজুলকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটসহ জেলা পুলিশের একাধিক দল। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানাসহ একাধিক থানায় খুন, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। সবশেষ তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ওই দিন দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় কোর্ট পুলিশের এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও নারী কনস্টেবল বেনজির নাহারকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন