রবিউল্লাহ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কামাল মিয়াকে (৬০) গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কামাল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী কামাল মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের মৃত ছলিম উদ্দিনে পুত্র।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীতা কামাল মিয়া ও ভিকটিম রবিউল্লাহ’র মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০০৫ সালের ২৫ এপ্রিল কিশোরগঞ্জ জেলা আদালতে হাজিরা দিতে যাবে এমন সংবাদ পেয়ে সংঙ্গীয় দলবল নিয়ে বাজিতপুর পশু হাসপাতালের সামনে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে রবিউল্লাহ গুরুত্বর আহত হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা য়ায়। এ ঘটনায় নিহত রবিউল্লাহর স্ত্রী বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৪ তারিখ-০৫/০৫/০৫ ইং। ওই মামলায় দন্ডপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ভোরে র্যাবের হাতে গ্রেফতার হয়।