সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনির কবীর। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রানা মিয়া, মো. রাজা মোল্লা, মো. মশিউর রহমান, বিজয় গোপাল শাহা ও আমিনুল ইসলাম সুমন। এদের মধ্যে রানা মিয়ার কাছ থেকে থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরেই তাদের আদালতে পাঠানো হয়েছে।