অপহরণের দেড়মাসের মাথায় কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে মাহমুদুল করিম নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত করিম বাহারছড়ার শীলখালী এলাকার বাসিন্দা।
এর আগে ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালাতে রোহিঙ্গা অপহরণ চক্রের হাতে অপহৃত হন সিএনজিচালক মাহমুদুল করিম।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, শামলাপুর-হোয়াইক্যং সড়কের গহীন পাহাড়ে অনেকটা বিকৃত মরদেহের সন্ধান পায় কাঠুরিয়ারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে পরনের কাপড় দেখে লাশ সনাক্ত করেন অপহৃত মাহমুদুলের স্বজনরা।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আগে থেকে অপহরণের অভিযোগে এই পর্যন্ত পাঁচজন কারাগারে রয়েছেন।