চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আট বছর বয়সী ওই শিশুর বাড়ি একই উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সে স্থানীয় এক মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে চার বান্ধবীর সঙ্গে ছাগলের জন্য ঘাষ কাটতে বাড়ির পার্শ্ববর্তী হাড়িভাঙ্গা মাঠে যায় ওই শিশু।
এ সময় ঘাষ কেটে দেওয়ার লোভ দেখিয়ে মাঠের একটি ভুট্টা খেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অজ্ঞাত এক যুবক। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা নিশ্চিত করে।
ঘটনার সময় ভয়ে পালিয়ে এসে লোকজনকে খবর দেয় তার বান্ধবীরা। ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর বিবস্ত্র গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষককে চিনে ফেলায় ওই শিশুকে গলাকেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।