চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ পিস সোনার বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন মো. বেলাল। আজ শনিবার সকালে তাকে গ্রেফতার করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ৮০ পিস সোনার বারসহ সিভিল এভিয়েশন বিভাগের নিরাপত্তা কর্মী বেলালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুল্ক গোয়েন্দা বিভাগ বাদি হয়ে মামলা দায়ের করেছে। অফিশিয়ালী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানান- বিমানবন্দর থেকে সোনার বারগুলো বাইরে বের করতে মোটা অংকের টাকা লেনদেন করেন। বারগুলো বাইরে অপেক্ষামান সোনা চোরাই সিন্ডিকেট সদস্যের হাতে দেয়ার কথা ছিল।
বিমানবন্দর সূত্র জানা গেছে, শনিবার সকাল ওমান থেকে একই সময়ে দুইটি বিমান আসে। ওই বিমানের যে কোনও একটি থেকে সোনার বার নিয়ে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে বেলাল। এসময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৫ লাখ টাকা।