English

28 C
Dhaka
বুধবার, নভেম্বর ২০, ২০২৪
- Advertisement -

৬ মাসে বিকাশে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় ‘জিনের বাদশা’

- Advertisements -

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ছয় মাসে দুটি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন গ্রেপ্তার ‘জিনের বাদশা’ বাবু মণ্ডল (৫০)। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাবু উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে শাকপালা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে বাবু ‘জিনের বাদশা’ পরিচয়ে কথা বলত।

নামাজ-কালাম পড়া হয়েছে কিনা জানতে চাওয়া ছাড়াও বিভিন্ন কৌশলে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। পরে মসজিদে জায়নামাজ দেওয়া ও দান-খয়রাত করলে স্বর্ণালংকার এবং ধন-সম্পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিচ্ছিলেন তিনি। সম্প্রতি এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার কাছে থাকা মোবাইলের দুটি সিমে বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে আট লাখ টাকা ক্যাশ ইনের তথ্য পেয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, বাবু মণ্ডল ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন