নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুসরাত আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মারধরে ওই গৃহবধূর পেটে থাকা ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করা হয়।
রোববার (৫ মার্চ) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
জানা যায়, শনিবার (৪ মার্চ) সকালে বাড়িতে পাতা কুড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী আশরাফের পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশরাফ হোসেন ও তার দুই ছেলে লাঠি নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারধরে জ্ঞান হারালে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভুক্তভোগী নারী প্রাইভেট ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি করেছে। তারপরও সরকারি হাসপাতালে পুনরায় আলট্রাসনোগ্রাফি করা হয়েছে, রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।