English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
- Advertisement -

সিলেটে মাজার এলাকা থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

- Advertisements -
সিলেটে মাজার এলাকা থেকে তরুণীকে (২৫) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকার উত্তর মোকামের গোল পীরের বাজারের হাসেম মিয়ার ছেলে ও লেগুনা চালক আব্দুর রহিম এবং শাহপরান থানাধীন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।

ভুক্তভোগী নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

জানা গেছে, মাজার ভক্ত ওই নারীর হযরত শাহপরান (রহ.) মাজারে দুই তিন দিন ধরে অবস্থান করছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত আব্দুর রহিম ও রাকিব মিয়া।

তারা তাকে সেখান থেকে লেগুনায় তুলে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে ওই নারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। ঘটনার খবর পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে লেগুনার সূত্র ধরে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ সারা দিন ঘটনার সত্যতা অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার পর লেগুনা গাড়ির সূত্র ধরে অভিযুক্ত দুজনকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেপ্তারে সক্ষম হয়।

’ হযরত শাহপরান (রহ.) এর মাজার এলাকা থেকে তাকে নিয়ে ছড়াগাঙ এলাকায় ধর্ষণ করা হয় জানিয়ে তিনি বলেন, ‘অভিযুক্তরা তাদের সংশ্লিষ্টতার কথা ইতিমধ্যে স্বীকার করেছে।’ 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন