সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার জন্য ২০১৭ সালে আতিয়া মহল নামের বাড়িটি দেশ-বিদেশে পরিচিত পায় এবং বিশ্ব মিডিয়ায় আলোচিত হয়। সেসময় জঙ্গি দমনে অপারেশন টোয়াইলাইট নামে ৭২ ঘণ্টার অভিযান চালান সেনাবাহিনীর কমান্ডোরা। সেই আতিয়া মহল থেকে এবার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগালাবাজার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার শিববাড়ী পাঠানপাড়া এলাকার আতিয়া মহল নামের বাসার তিনতলায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় দুই তরুণ ও দুই তরুণীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার কতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মো. নূর উদ্দিন মিয়ার ছেলে শাহিন আহমদ আলী হোসেন (২৫) ও একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে কামরান আহমদ লোকমান (২২)। গ্রেফতার দুই তরুণীর নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস। মঙ্গলবার দুপুরে তাদের সিলেটের বিচারিক আদালতে পাঠানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।