English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সন্তান হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড, পালিয়ে ছিলেন ১২ বছর

- Advertisements -

আত্মগোপনে থাকার ১২ বছর পর মো. মোস্তফা (৪০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

গ্রেফতার মোস্তফা শেরপুরের ঝিনাইগাতী থানার দুধনই গজারী কুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৭ সালে পোশাক কারখানায় চাকরির সুবাদে মোস্তফার সঙ্গে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার উজির আলীর মেয়ে রোজিনা বেগমের পরিচয় হয়। দুবছর পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। কিছুদিন গ্রামে সংসার করার পর তারা ঢাকায় যান। এরই মধ্যে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

২০১১ সালের ২০ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয়। একপর্যায়ে মোস্তফা পাঁচ মাস বয়সী সন্তান মো. আসিফকে ঢেঁকির সঙ্গে আছাড় দিয়ে হত্যা করেন। ঘটনার পর মোস্তফা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান মোস্তফা।

দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকার পর রোববার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের হাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন