মৌলভীবাজারে শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে এক যুবক আহত হয় । আহত যুবকের বাড়ি উপজেলার শাজি বাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে মো. শরীফ। তাকে মুমূর্ষু অবস্থায় জিজ্ঞাসাবাদ করলে শরীফ জানায় শহরের শান্তি বাগ এলাকার সজীব তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। শরীফ কিছুক্ষণ আগে মারা গেছে । বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবি।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান “আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র জরুরী বিভাগে নিয়ে যাই”।
পুলিশ আরো বলেন “পালিয়ে যাওয়া শান্তিবাগের সজীবকে কেউ চিনে থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুুরোধ করা হয়েছে”।