English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শিকলবাহায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

- Advertisements -

শফিক আহমেদ সাজীব: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় চলার রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে প্রাণ হারিয়েছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্লকপাড় এলাকার বাইট্টার গোষ্টির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে মোহাম্মদ পারভেজ (২২)। আহতরা হলেন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) এবং মোহাম্মদ সিফাত (১৫)। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় মা-ছেলে নিহত হয়েছেন। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

স্থানীয় সূত্র জানায়, একই এলাকার তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তাঁর সন্তান মোহাম্মদ পারভেজ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, কর্ণফুলীতে জায়গা-জমির বিরোধের জেরে হামলা গুরুতর আহত অবস্থায় এক নারীসহ চারজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন সম্পর্কে মা-ছেলে। অপর দুজন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন