চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।
পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আনোয়ার হোসেন সুমন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, আনোয়ার হোসেন সুমন ওই দুই বোনকে সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে যান। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদের ধর্ষণ করেন। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতনের শিকার দুই বোনকে উদ্ধার করে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতনের শিকার দুই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন