English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশী মদসহ আসামী গ্রেফতার

- Advertisements -

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ধলাইরপার সাকিন থেকে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই মোঃ নুরুল হক, এএসআই মুকুন্দ দেববর্মা, এসআই কাজী আরিফ আহমেদ ,এসআই মোহাম্মদ মাসুক মিয়া, কং/৪৪১ চন্দ্র শেখর মুখাখার্জী , কং/২৫৫ মোকারাবি আহমেদ, কং/৭০২ আবুল বাছেদ রাফি, কং/২৫৮ সুমন চন্দ্র পাল জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, কং/২৪২ বাপ্পন বিশ্বাস, মাদক বিরোধী সেলসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ধলাইরপার সাকিন থেকে এ আসামীকে গ্রেফতার করে।

আসামীর নাম মো. শাহিন আলম (৩৬) পিতা: সাজিদ মিয়া, মাতা- সবজান বিবি, সাং- ধলাইরপার, থানা- কমলগঞ্জ, জেলা – মৌলভীবাজার।
৪০ (চল্লিশ) বোতল বিদেশি মদ যার বাজার মূল্য ১,০৮,০০০/- টাকা উদ্ধারপূবর্ক তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন