নাসিম রুমি: মোটরসাইকেল চুরির পর থানায় গিয়ে অভিযোগ করেন এর মালিক। এ সময় তার সঙ্গে থানায় যান তার বন্ধু। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে চোরসহ। কিন্তু পুলিশের কাছে চোরের নাম শুনে হতবাক তিনি। চোর আর কেউ নয়, তারই সঙ্গে থানায় যাওয়া বন্ধু!
এমন ঘটনাই ঘটেছে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে।
মোটরসাইকেল চুরিতে অভিযুক্ত মেহেদি হাসান সুজাত (৩০) নামের ওই বন্ধুকে গ্রেপ্তার করে শুক্রবার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মেহেদি হাসান সুজাত পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আবদুল হাশিমের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে মোহনগঞ্জ পৌর শহরের আখড়া রোড এলাকার আনন্দ হোটেলের সামনে থেকে চুরি হয় মোটরসাইকেলটি। পরে ওই দিন রাতেই পুলিশ মেহেদি হাসান সুজাতকে গ্রেপ্তারসহ মোটরসাইকেলটি উদ্ধার করে।