মানিকগঞ্জ শহীদ রফিক সড়ক, গঙ্গাধরপট্টি, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের ১৫টি দোকানে চুরি হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এসব চুরি সংগঠিত হয়। চোরেরা শুধু নগদ টাকা নিয়ে যায়। তবে কোনও মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজা জানান, শহরের ১৫টি দোকানে দুর্ঘর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।