মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের নতুন বসতি গ্রাম থেকে মাদক কারবারি এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চল্লিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ পনের হাজার টাকা।
আটককৃতরা হলো মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম আবুল হোসেনের ছেলে এসএম শরিফ হোসেন (৪৮) এবং তার স্ত্রী লতা বেগম (৪০)। আজ শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নতুন বসতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা।তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।