ময়মনসিংহের ফুলপুরে মাদরাসা অফিসের তালা ভেঙে চুরি করার সময় দুজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার পয়ারী ইউনিয়নে কাতুলী এমদাদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যরাত ২টার দিকে মাদরাসার তালা ভেঙে অফিসে ঢোকার সময় নাইট গার্ড জাকারিয়া বিষয়টি টের পান। পরে তার ভাইকে সাথে নিয়ে তাদের আটক করেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান বলেন, পরে আমরা পুলিশকে খবর দেই।
খবর পেয়ে এসআই জহিরুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে মাদরাসা থেকে থানায় নিয়ে যান। এ বিষয়ে এসআই জহিরুল জানান, এরা এর আগেও উপজেলার সিংহেশ্বর গ্রামে এবং হালুয়াঘাটে চুরি করে ধরা পড়েছিল।
ওই ঘটনায় মামলা হয়েছে। জেল খেটে বেরিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওরা ঢাকায় থাকে।
সেখান থেকে এসে চুরি করে আবার ঢাকায় চলে যায়। আটকরা হলো সিংহেশ্বর গ্রামের মড়ল বাড়ির ফজলুল হক মড়লের ছেলে রাকিব মড়ল (২৫) ও একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মাসুদ (২৮)।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।