English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

মসজিদে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে অচেতন করে সব লুট

- Advertisements -

পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সব লুট করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ সেপ্টম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।তারা বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাবলিগ জামাতের সদস্যরা জানান, মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে তিন চিল্লার বিভিন্ন বিভাগের ১৫ জন সদস্য ওঠেন। সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর নিজেদের রীতি অনুযাযী কাজ করেন।

রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ছাড়াও আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে ছিলেন। পরে রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যায়।

ফজরের সময় তাবলিগের দুই সদস্য উঠলেও বৃদ্ধ ১৩ জন ঘুম থেকে উঠতে পারেননি। বিষয়টি স্থানীয় মারকাজ মসজিদে জানান আগতরা।

পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্বার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পটুয়াখালীতে এরকম ঘটনা এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্টরা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। ফোর্স থানায় এলে বিস্তারিত বলা যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন