মামলার পরপরই অভিযুক্ত যুবক তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মদন পৌরসভার জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরিক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।