চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইট থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৭ মিনিট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি। এর পরই গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালায় এনএসআই, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।