ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করায় আহাদ মিয়া (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আহাদ মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার মো. রফিক মিয়ার ছেলে। এ সময় সাগর মিয়া নামে আরেক যুবক পালিয়ে যান৷
শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় ওই বিক্রেতার কাছ থেকে ৮০ কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে সাপ্তাহিক হাট বসে। ওই হাটে আহাদ ও সাগর নামে দুই যু্বক ব্রয়লার মুরগির মাংস কেটে বিক্রি করছিলেন। এ সময় মাংস থেকে দুর্গন্ধ ও মাংসের ওপর মাছি উড়তে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহ হলে মাংসসহ আহাদকে আটক করেন স্থানীয়রা। এ সময় সুযোগ বুঝে সাগর পালিয়ে যান।
পরে স্থানীয়রা থানায় ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমকে জানান। ডা. মো. মাহাবুবুল আলম ঘটনাস্থলে এসে মাংসগুলো মরা মুরগির বুঝতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে আহাদ মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আহাদ মিয়া মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তাকে ঈশ্বরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার কারাগারে পাঠানো হবে।