টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির সম্মেলনে এসে টাকা খুইয়েছেন কয়েকজন নেতা। সম্মেলন চলাকালীন পকেটমারের কবলে পড়েন তারা। টাকা খুইয়ে অনেক নেতাকর্মী ক্ষুব্ধ।
জানা গেছে, আজ রবিবার মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের পৌর এলাকার গাড়াইল গ্রামের বাড়ির উঠানে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
এই সম্মেলনে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের শত শত নেতাকর্মী অংশ নেন। এই সুযোগে পকেটমারের সদস্যরা অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের পকেট থেকে টাকা মেরে দেয়।
এতে উপজেলার জামুর্কী ইউপির চেয়ারম্যান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডি এ মতিনের পকেট থেকে ৩৫ হাজার, মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকনের পকেট থেকে চার হাজার ৫০০ ও আজগানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদল মিয়ার পকেট থেকে সাত হাজার ৫০০ টাকা পকেটমেরে নিয়ে যায়। এতে তারাসহ অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হন। এ ছাড়া কয়েকজনের মোবাইলফোন খোয়া গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ডি এ মতিন ও আলী হোসেন খোকন ক্ষোভ প্রকাশ করে জানান, নেতাকর্মীদের ভিড়ে পকেটমার তাদের পকেট থেকে কিভাবে টাকা মেরে দিয়েছে বুঝতেই পারিনি।