English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাবাকে ৩২ টুকরো করে গভীর নলকূপে ফেলে দিলো ছেলে

- Advertisements -

রাজধানী দিল্লিতে ঘটা আফতাব কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরেকটি রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে ভারতে। দেশটির কর্ণাটক রাজ্যের বাগালকোট জেলার এক তরুণ বাবাকে হত্যার পর, মরদেহ ৩২ টুকরো করে ফেলে দিয়েছে গভীর নলকূপের মধ্যে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বাগালকোট পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম কুলালির (৫৩) বড় ছেলে ভিথালা কুলালি (২০)। প্রায় প্রতিদিনিই মাতাল অবস্থায় বাড়িতে ফিরে ভিথালাসহ ছোট দুই ছেলেকে মারধর করতেন পরশুরাম।

বরাবরের মতো গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভিথালাকে প্রচণ্ড মারধর করেন পরশুরাম। অত্যাচার সহ্য করতে না পেরে লোহার রড দিয়ে পিটিয়ে বাবাবে হত্যা করে বসেন ভিথালা। পরে বাবার মরদেহ ৩২ টুকরো করেন ভিথালা।

পরে ভিথালা মরদেহের টুকরোগুলো মুধল শহরের মানতুর সড়কের পাশে নিজেদের জমির গভীর একটি নলকূপে ফেলে দেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর পুলিশ খননযন্ত্র ব্যবহার করে পরশুরামের মরদেহের একাধিক অংশ উদ্ধার করেছে। পাশাপাশি বাবাকে হত্যার দায়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ভিথালা কুলালিকে।

অন্যদিকে, এ বছরের ১৮ মে মনোমালিন্যের জেরে প্রেমিকাকে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেন আফতাব আমীন পুনাওয়ালা নামের এক যুবক। পরে শ্রদ্ধার মরদেহ ৩৫ টুকরো করে প্রথমে ফ্রিজে ও  পরে জঙ্গলে ফেলে দেন আফতাব।

ফ্রিজে প্রেমিকার মরদেহ রেখেই অন্য এক তরুণীকে নিজের অ্যাপার্টমেন্টে এনেছিলেন আফতাব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন