বাগেরহাটের মোড়েলগঞ্জে জাফর জোয়াদ্দার হত্যাকাণ্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল ফরাজীকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় র্যাব- ৬ এর সদস্যরা আত্নগোপনে থাকা বেলাল ফরাজীকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে। ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল ফরাজী মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের আব্দুল মজিদ ফরাজীর ছেলে।
র্যাব জানায়, বিগত ২০০৩ সালে ১৫ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে বেলাল ফরাজীসহ আসামীরা বাগেরহাটের মোড়েলগঞ্জে জাফর জোয়াদ্দারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব সদস্যরা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল ফরাজীকে ১৯ বছর পর গ্রেফতার করে। মৃত্যুদন্ডপ্রাাপ্ত পলাতক আসামী বেলাল ফরাজী সহযোগীদের সাথে নিয়ে জাফর জোয়াদ্দারকে কুপিয়ে হত্যার পর থেকে নিজের নাম পরিবর্তন করে দুলাল মিস্ত্রি নামে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানা ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকায় দীর্ঘ ১৯ বছরের অধিক সময় আত্নগোপন করেছিল।
গ্রেফতারকৃত ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল ফরাজীকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।