বগুড়ার শিবগঞ্জের মোকামতলা থেকে আনসার আল ইসলামের সদস্য হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া ওরফে সুমনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
১৯ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
এ সময় তিনি জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে নরসিংদী থেকে আনসার আল ইসলামের ওই সদস্য অন্য সদস্যদের সাথে একত্র হয়ে নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল। তারা জানান সোমবার দিবাগত রাত ১টার দিকে মোকামতলা বাস স্ট্যান্ডের বিনিময় হোটেলের পাশে একতা বাস কাউন্টারে এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করলে সন্দেহজনকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওই আসামির বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে নরসিংদীর রায়পুরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।