English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ডিভাইসসহ অনলাইনে জুয়া পরিচালনাকারী আটক

- Advertisements -

বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার অভিযানে একজন অনলাইনে জুয়া পরিচালনাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার bet365 একাউন্টে ৫,২০৮.০৩ ইউএস ডলার (৪,৬৮,৭২২,চার লক্ষ আটষট্টি হাজার সাতশত বাইশ টাকা)দৃশ্যমান অবস্থায় আছে। উক্ত ডলার অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যায়।
ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-০২/১২/২০২০ তারিখ বেলা ২২.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নবাববাড়ি রোডস্থ বিএনপি পার্টি অফিসের দক্ষিণ পার্শ্বের জ্যোতি স্টীল এন্ড ফার্নিচারের সামনে হইতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত অবৈধ ই-ট্রানজকেশনের মাধ্যমে বিভিন্ন অনলাইনে জুয়া পরিচালনাকারী ১.মোঃ হাসিবুজ্জামান ওরফে জ্যোতি(২৯), পিতা-মৃত খালেকুজ্জামান, সাং-জয়পুরপাড়া, থানা ও জেলা-বগুড়াকে তার ব্যবহৃত ০২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতার আসামী দীর্ঘদিন যাবত উদ্ধারকৃত ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে নিষিদ্ধ ওয়েবসাইট ব্যবহার করে নিজে অনলাইনে জুয়া খেলে এবং বিভিন্ন জনকে জুয়া খেলায় প্রলুব্ধ করাসহ অনলাইনে উক্ত ডিভাইসের মাধ্যমে জুয়া খেলার ব্যবস্থা করে সেখান থেকে অধিক লভ্যাংশ নিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত অবৈধ ই-ট্রানজেকশন ঘটায়।
আসামীর ব্যবহৃত ডিভাইস ০২টিতে bet365 ওয়েবসাইটটি লগ ইন অবস্থায় পাওয়া যায় এবং একটি ডিভাইসে bet365 ওয়েবসাইটের user name: sarthar- এ লগ ইন অবস্থায় একাউন্টে ৫,২০৮.০৩ ইউএস ডলার, বাংলাদেশি টাকায় যাহার পরিমান প্রায় ৪,৬৮,৭২২(চার লক্ষ আটষট্টি হাজার সাতশত বাইশ টাকা)দৃশ্যমান আছে। উক্ত ডলার অনলাইনের মাধ্যমে ক্রয়- বিক্রয় করা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন