র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৯৮.৫ লিটার চোলাইমদসহ আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বগুড়া শহরের গালাপট্টি (ফতেহ আলী মোড়) এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। আটক আনোয়ার বগুড়া শাজাহানপুর উপজেলার চকজোড়া পূর্বপাড়া গ্রামের সোলায়মান মোল্লার ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) কিশোর রায় জানান, মাদকসহ গ্রেফতার আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।