বগুড়ায় রুহুজ্জামান তুহিন (৪৬) নামের ১৫ মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুহিন বগুড়া শহরের কানছগাড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে বাসিন্দা।
বগুড়ার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান বলেন, প্রতারণা করে তুহিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগ সদর থানায় তার বিরুদ্ধে ২৩টি চেক প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় দুই বছর থেকে তিনবছরের সাজা দিয়েছেন আদালত। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে নওগাঁর পত্নীতলা থেকে গ্রেফতার করা হয়।