English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বগুড়ার শাহজাহানপুরে আল্লাহর দলের ‘জেলা নায়েক’ গ্রেপ্তার

- Advertisements -

বগুড়ার শাহজাহানপুরের অভিযান চালিয়ে আবু ইউসুফ (৩০) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়ার শাহজাহানপুরের ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু ইউসুফ দলটির সক্রিয় সদস্য ও জেলা নায়েক বলে জানা গেছে।

শাজাহানপুর থানার ওসি আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এন্টি টেররিজম ইউনিটের একটি দল মঙ্গলবার রাতে বগুড়া শহরতলী ফুলতলা এলাকা থেকে একজনকে আটক নিয়ে গেছেন।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) আসলাম খান বলেন, শাহজাহানপুরে অভিযান চালিয়ে আল্লাহর দলের সক্রিয় সদস্য ও জেলা নায়েককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর তারা রিমান্ডে আবু ইউসুফের নাম বলে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন ও আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিমাসে আর্থিক অনুদান পেতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন