বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি বিশেষ দল।
র্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর রিপুকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আদালতের মাধ্যমে রিপুকে বগুড়া পাঠানো হবে বলে সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।