প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের প্রশাসন ভবনের গেটের সামনে ১০-১৫ জন মিলে একজন শিক্ষার্থীকে পেটাচ্ছে। ঐ শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যেই একজন ছুরিকাঘাত করেন তাকে। এক পর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ঐ শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা চলে যায়। ঐ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর হামলার এমন দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে। হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাজ ইসলাম, আবুজর গিফারী ওরফে পিয়াস, মাহাদী হাসান, শোভহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজী, রিফাত, আলী ও ফাহিমের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। মেহেরাজ ইসলামের নেতৃত্বে এই হামলায় থাকা শোভহান নিয়াজ তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও হৃদয় মিয়াজী যুগ্ম সদস্য সচিব। এছাড়া মাহাদী হাসান আইন এবং মেহেরাব ও আবুজর গিফারী ওরফে পিয়াস ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া হামলায় কড়াইল বস্তিরও কেউ কেউ অংশ নেয় বলে খবর পাওয়া গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। মামলায় যাদের আসামি করা হয়েছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।’
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘আমরা শুনেছি, আমাদের সংগঠনের দুই জনের নামে মামলা হয়েছে, কিন্তু এজাহারের কপি এখনো পাইনি। তবে আমাদের বক্তব্য স্পষ্ট খুনি যেই হোক আমরা তার বিচার চাই। তবে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তি আক্রোশে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। ‘
ঘটনার সূত্রপাত যেভাবে
বনানী থানার এসআই মাইনুদ্দিন জানান, পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা শিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে দুই বন্ধুর সঙ্গে শিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুই জন ছাত্রীসহ কয়েক জন ঐ পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা পারভেজকে উদ্দেশ্য করে বলেন, ‘এদিকে তাকাচ্ছ কেন? এদিকে তাকালে চোখ তুলে দেব’, এ ধরনের উসকানিমূলক মন্তব্যে পারভেজ জবাব দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুস সালাম বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু মেহেরাজ ইসলাম এতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি পারভেজকে শিক্ষা দিতে চেয়েছিলেন। পরে অন্য বন্ধুদের সঙ্গে কড়াইল বস্তি থেকেও কয়েক জনকে ডেকে আনেন। এমন সময় প্রশাসন ভবনের সামনে পারভেজকে এক পেয়ে যায় মেহেরাজ ও তার দলবল। তারা পারভেজের ওপর হামলা করে।
ঘটনার পর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইল পরিবার
জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় কাঁদছে তার গ্রাম। জাহিদুলের মৃত্যু মানতে পারছেন না তার স্বজন ও এলাকাবাসী। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন। গতকাল এশার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের কুয়েতপ্রবাসী জসিম উদ্দিনের ছেলে। প্রায় ৯ বছর ধরে কুয়েতে থাকেন তার বাবা জসিম উদ্দিন। ছেলের মৃত্যুর খবর পেয়ে রবিবার সকাল ৭টার দিকে তিনি গ্রামের বাড়িতে এসে পৌঁছান। পারভেজের মা পারভীন আক্তারকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। সন্তানের শোকে পাগলপ্রায় মা আহাজারি করে অচেতন হয়ে পড়েন।
পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের ২০০৩ সালের কমিটিতে সদস্য ছিলেন। পারভেজ এলাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন বলে জানান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা দক্ষিণ যুবদলের সহপ্রবাসীকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
‘কতিপয়’ বৈষম্যবিরোধীর আচরণ ‘রক্ষীবাহিনীর’ মতো: ছাত্রদল
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে।
বিচারের দাবিতে ভালুকায় মহাসড়ক অবরোধ
আমাদের ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, পারভেজ হত্যার বিচারের দাবিতে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। গতকাল বেলা ২টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ড এলাকায় ফিরে বিক্ষোভ করা হয়।