English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব জয়নাল গ্রেফতার

- Advertisements -

গাইবান্ধার সুন্দরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে আসামি জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মৎস্য খামার আছে। খামার দেখাশোনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করেন তিনি। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করত লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করতো। কিছুদিন থেকে ওই বুদ্ধি প্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে গত ৭ আগস্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আল্ট্রাসনোগ্রাফি করায়। রিপোর্টে দেখা যায় ওই বুদ্ধি প্রতিবন্ধী ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ওই বুদ্ধি প্রতিবন্ধীর বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ধর্ষণের সুষ্পষ্ট তথ্য প্রমাণ থাকায় আসামি জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার জয়নাল আবেদীন সরদারকে দুপুরে আদালতে তোলা হয়। এসময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন