English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
- Advertisement -

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা দাবি, গ্রেপ্তার ৪

- Advertisements -

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

Advertisements

গ্রেপ্তাররা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ আলী বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই গ্রামের মোহাম্মদ আলী মোল্লা মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল শেখ (২০) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুল হাই কাজীর ছেলে নুরুল ইসলাম (৬১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের মো. ওয়াজেদ ফকিরের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) রাজবাড়ী জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন।

Advertisements

জোবায়েরকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন হামিদুল, মোকলেছুর, আজিবুল ও তাদের সহযোগী নুরুল ইসলাম।

তিনি জানান, ২৬ অক্টোবর রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে জোবায়েরের কাছ থেকে চাকরির জন্য কিছু খরচ লাগবে বলে দুই হাজার টাকা নেন চক্রের সদস্যরা। পরে বিষয়টি তার বাবাকে জানন জোবায়ের। সন্দেহ হলে উল্লিখিতদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ ও জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানান জোবায়েরের বাবা।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বুধবার রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে অভিযান চালিয়ে হামিদুল ও মোকলেছুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় হামিদুলের কাছ থেকে চাকরি বাবদ জোবায়েরের কাছ থেকে নেওয়া দুই হাজার টাকা উদ্ধার করে তারা। তাদের দুজনের দেওয়া তথ্যমতে আজিবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা জোবায়েরের এসএসসির সার্টিফিকেট ও পুলিশ কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ফটোকপি জব্দ করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।

প্রতারকচক্রের ফাঁদে না পড়ার সতর্ক করে রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ‘রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১টি পদ শূন্য রয়েছে। এই ৩১টি পদের বিপরীতে আবেদন করেছেন দুই হাজার ৩৩ জন চাকরি প্রার্থী।

এ ব্যাপারে কারো যদি কোনো আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার সঙ্গে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছি। নতুন করে যারা আমাদের পুলিশ বাহিনীতে নিয়োগ পাবেন, তারা সম্পূর্ণ স্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ লাভ করবেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন