গোপালগেঞ্জর কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামের এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হলে ওই ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল সরদার ওই গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পরে রুবেল সরদার পরকীয়া করায় সংসারে অশান্তি লেগেই থাকতো। তিন মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন রুবেল সরদার। এতে ক্ষিপ্ত হন রেশমা বেগম। সোমবার দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে রুবেলের গোপনাঙ্গ কেটে দেন তিনি।
এসময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠানো হয়।
রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন ছুটে এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রুবেলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও করে তাকে পাওয়া যায়নি।
তবে তার বোন ফতেমা বেগম বলেন, ‘আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও তিন মাস আগে রুবেল হিন্দুধর্মের এক নারীকে বিয়ে করে অন্য স্থানে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এর সঙ্গে আমরা কেউ জড়িত না।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।